News update
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     
  • Slow bundh construction leaves Sunamganj’s Haor farmers on edge     |     
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     

ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-10, 6:17pm

wrewrewrew-0e0c7c59c46304712ffbc7afb19f5f2e1739189855.jpg




জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজা দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফরে থাকবেন তিনি।

এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনওপিএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে একত্রিত হবেন, যেখানে UNOPS ইতিমধ্যেই স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলিতে সহযোগিতা করছে।

জাতিসংঘের সহকারী মহাসচিব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড-ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস (ডিজিএইচএস) এর সহযোগিতায় ইউএনওপিএসের মাধ্যমে বাস্তবায়িত PSA অক্সিজেন প্ল্যান্ট প্রকল্প থেকে উপকৃত ২৯টি হাসপাতালের একটি। 

এই উদ্যোগটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে একটি। হাসপাতাল পরিদর্শনের সময়, তিনি স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএইচএস) সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। আরটিভি