News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

ডিসিদেরকে আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণের নির্দেশ প্রধান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-16, 5:54pm

eeqwe3213-a58f6546e5c18a4b7cab1d5e819226461739706841.jpg




দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদেরকে (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী বক্তব্যে এ নির্দেশ তিনি।

প্রত্যেক ডিসিকে দায়বদ্ধতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে ড. ইউনূস বলেন, আমরা হলাম সরকার। তাই দায় এড়ালে হবে না। নারী ও শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্তবড় দায়িত্ব। কারণ বিষয়টি নিয়ে আমাদের ওপর সারা দুনিয়া নজর রাখে। সরকারের দায়িত্ব হলো সব নাগরিকের সুরক্ষা বিধান করা। সামনে আমাদের যেসব কর্মসূচি নেব, সংখ্যালঘুদের সুরক্ষার কথা মাথায় থাকবে।

এরপর প্রতিযোগিতার পরামর্শ দিয়ে তিনি বলেন, একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকতে পারে। আমার জেলার বাজারদর সবচেয়ে ভালো। আমার জেরার শান্তিশৃঙ্খলা সবচেয়ে ভালো। আমার জেলায় কোনো চাঁদাবাজি নেই। খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ওপরে আছি। এমন চেষ্টায় যেন পিছিয়ে না পড়ি। র‌্যাংকিং থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। সবার মধ্যে প্রতিযোগিতার মনোভাব আসুক।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, এটাই সুযোগ নিজেকে প্রকাশ করার, সৃজনশীলতা প্রকাশ করার। গৎবাঁধা কাজ থাকবে, তবে সৃজনশীলতাও থাকতে হবে।

উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস ডিসিদেরকে জন্ম সনদ নিয়ে ভোগান্তি কমানোরও নির্দেশ দেন। তিনি বলেন, যেকোনো সময় প্রতিটি নাগরিককে জন্ম সনদ প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে। ডিসিদের উদ্ভাবনী শক্তি দিয়ে জন্ম সনদ প্রদানের ভোগান্তি কমাতে হবে। একইভাবে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও ভোগান্তি কমাতে আন্তরিক হতে হবে। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এটা সবার নাগরিক অধিকার।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারকে একটা টিম হতে হবে। সরকার চালাতে টিম ওয়ার্ক লাগে। টিম গঠনের জন্য সবাই একত্র হয়, তখন কার কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা থাকে। কার কী ঘাটতি রয়েছে, সেসব বিষয় থাকে। কারণ খেলা হলো সামগ্রিক একটা জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। তাই আমরা এমন ভুল যেন না করি, যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। আরটিভি