News update
  • Bangladesh's Forex Reserves Cross $25 b Ahead of Eid     |     
  • Sedition case against Hasina, 72 others over online meeting     |     
  • Shab-e-Qadr observed with special prayers March 27 night     |     
  • Bangladesh’s forex reserves cross $25 billion ahead of Eid     |     
  • Bangladesh to Japan: A New Era of Workforce Diplomacy      |     

ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-21, 7:03am

img_20250321_065950-662d9c01519e874140161be11fbdab3c1742518983.jpg




বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে  পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি। 

এ ছাড়া, আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার জন্য বুধবার এ চিঠি দেওয়া হয় বলে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের বিষয়ে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় তার ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় দুই নেতার বৈঠকটি হয়নি। তবে এবার ব্যাংককে বৈঠকটি হলে এটাই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।আরটিভি