News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

গাজায় যুদ্ধ শুরুর জন্য শুধু হামাস দায়ী: যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-03-21, 7:08am

eed2d4ec7f676d3e82fc365fd57cc071772981d6b239512d-3a56237408e755effa359e1d28107d121742519313.jpg




ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তায় সাড়া দিতে ব্যর্থ হওয়ার পর গাজায় ‘যুদ্ধ এবং শত্রুতা পুনরায় শুরু হওয়ার একমাত্র দায় হামাস বহন করে’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ডোরোথি শিয়া।

মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘ট্রাম্প স্পষ্ট করেছিলেন যে, হামাসকে এখনই সব জিম্মিকে মুক্তি দিতে হবে। না হলে এর জন্য প্রতিদান দিতে হবে।

তিনি আরও বলেন, ‘যদি হামাস জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র জমা দেয়, তবে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে। তবে তারা বারবার যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।’

এদিকে, গাজায় হামলার জবাবে ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের’ পর মধ্য ইসরাইলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। 

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’ 

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’। 

ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। সূত্র: আল জাজিরা