News update
  • EU’s Ocean Leadership Faces Test as Treaty Clock Ticks     |     
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     

নববর্ষে সম্প্রীতি-জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-14, 8:46pm

rtrtt45-27bd9995e4e7f0bce081d03502a46f8c1744641967.jpg




বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাপ্রধান।

সোমবার (১৪ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

মন্দির পরিদর্শনের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্যকালে দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।