News update
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ, আহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-25, 5:36am

70fff93a148e1757b10615e6f96795af3f33f0c731c35e2a-916b46e307f9bf70de4e204ed0f362421750808166.jpg




সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিয়ে সচিবালয়ের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি’র দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সচিবালয়ের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন—নতুন কমিটির সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলন, অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং হাসনাত।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের বহুমুখী সমবায় সমিতির আগের কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি নেতৃত্বে ছিলেন। চলতি বছরের ৩ জুন নতুন কমিটি গঠিত হয় এবং তারাই বর্তমানে ক্যান্টিন পরিচালনা করছে। দীর্ঘদিন পর ক্যান্টিনটি চালু করা হলে আগের কমিটির লোকজন ও আওয়ামী লীগের একটি পক্ষ বাধা দিতে শুরু করে।

তার দাবি, হামলাকারীরা নতুন কমিটির কেউ নন। তারা মূলত আগের কমিটির লোকজনকে পুনর্বাসনের লক্ষ্যে এসব করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।