News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

জুলাই ফাউন্ডেশনকে সময় বেঁধে দিলেন আহতরা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-09, 5:56am

b1ab647df5d50d7b418729b0db59dd40427da9548ddb0a15-263913883dd8e413a71d5beaf548adcc1752019017.jpg




প্রাপ্য অর্থ সহায়তা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সময় বেঁধে দিয়েছেন আহতরা।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় সংস্থাটির অফিস ঘেরাও করে তালা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে তারা রোববারের (১৩ জুলাই) মধ্যে টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দেন।

জুলাই গণঅভ্যুত্থানের আহতরা জানান, আমরা যারা প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দিতে গিয়ে নানা ছলচাতুরি করছে কর্তৃপক্ষ। অথচ, সুস্থ ও পরিচিতজনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। আমরা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাইনি।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর গণমাধ্যমকে জানান, রোববারের মধ্যে অর্থ সহায়তা নিশ্চিতে তিনি ও তার টিম কাজ করে যাচ্ছেন।