News update
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     

এনসিপির পদযাত্রা ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-16, 1:25pm

srrk_abrodh-aa10690300deb3d77dc5b7b959c6d86e1752650711.jpg




গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়ার ওয়াপদারহাটে রাস্তায় গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) থেকে নেতাকর্মীরা সড়ক অবরোধের প্রস্তুতি নেন। এক পর্যায়ে সড়কের গাছ কেটে ফেলে এবং পুরোনো কাঠ রাস্তায় বিছিয়ে অবরোধ করে সড়কে অবস্থান নেন।

গত ৫ আগস্টের পর আজই প্রকাশ্যে এতো নেতাকর্মীরা রাস্তায় নামলেন। বেলা ১১টার পর থেকে বরিশালের গৌরনদী-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় টহলে থাকলেও এক পর্যায়ে তারাও দূরত্ব বজায় রেখে অবস্থান নেন।

ওয়াপদারহাটে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ইত্যাদি স্লোগান দেন।