News update
  • Journalist assaulted over report on auto-rickshaw license irregularities in RCC     |     
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারি ইয়ামাশিতা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-04-23, 8:40pm




এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ান ক্লাব মেলবোর্ন সিটি বনাম দক্ষিন কোরিয়ান ক্লাব জেওনাম ড্রাগনের মধ্যকার ম্যাচটি তিনি পরিচালনা করেন।এশিয়ার পুরুষ ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ এই আসরে ইয়ামাশিতার সহযোগী হিসেবে ছিলেন আরো দুই জাপানীজ রেফারি মাকোতো বোজোনা ও নাওমি তেশিরোগি। 

সর্বপর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরন ও এর মাধ্যমে নারী ফুটবলের উন্নতিতে সহযোগিতার করার কারনেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। 

থাইল্যান্ডে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচটিতে মেলবোর্ন ২-১ গোলে জেনোনামকে পরাজিত করে। ২০১৯ সালে ইয়ামাশিতা, বোজোনো ও তেশিরোগি প্রথম একসাথে এশিয়ার দ্বিতীয় টায়ারের একটি প্রতিযোগিতা এফসি কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন। 

আগামী বছর থেকে নারীদের চ্যাম্পিয়ন্স লিগ চালু করার পরিকল্পনা রয়েছে এএফসির। তথ্য সূত্র বাসস।