News update
  • FIFA tweaks World Cup draw to keep top teams apart until Semis     |     
  • Korail slum families lose everything to devastating fire     |     
  • Recovered gold not only Hasina’s, but also family members’, says ACC     |     
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     

ইংলিশ প্রিমিয়ার লিগ: বড় জয়ে ফের শীর্ষে ম্যান সিটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 4:13pm




বড় জয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ম্যানচেষ্টার সিটি। 
গতরাতে ৩৪তম রাউন্ডের ম্যাচে ম্যান সিটি ৪-০ গোলে হারায় লিডস ইউনাইটেডকে। 
ম্যান সিটির পক্ষে রড্রি (১৩ মিনিট), নাথান আকে (৫৪ মিনিট), গাব্রিয়েল জেসুস (৫৪ মিনিট) ও ফার্নান্দিনহো (৯৩ মিনিট)। ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছিলো ম্যান সিটি। ৫৯ শতাংশ বল দখলে ছিলো তাদের। 
এই ৩৪ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ৩৪ ম্যাচে ২৫ জয়, ২ হার ও ৭ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুল। শিরোপা জয়ের পথে টিকে আছে ম্যান সিটি ও লিভারপুল। 
৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চেলসি।  তথ্য সূত্র বাসস।