News update
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     

ঈদ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৩ দিনের ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:43pm




পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ সোমবার  থেকে আগামী বুধবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে রোববার বন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আর ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তথ্য সূত্র বাসস।