News update
  • Campaign Opens as Tarique Starts in Sylhet, Jamaat Heads North     |     
  • BNP Expels 59 More Rebels for Defying Election Line     |     
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     

ঈদ উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৩ দিনের ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:43pm




পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ সোমবার  থেকে আগামী বুধবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে রোববার বন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আর ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তথ্য সূত্র বাসস।