News update
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     
  • Probe body says Hasina had 'green signal' for BDR Carnage     |     
  • BDR mutiny was conspiracy to destabilise BD: Inquiry chief     |     
  • Teesta Bundh ‘renovation’ in Rangpur turns into a 'sand bonanza'     |     
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     

টি-টোয়েন্টি র‌্যাংকিং: অষ্টমস্থানে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 12:02am




আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়ে অষ্টম স্থানে উঠেছে  বাংলাদেশ ক্রিকেট দল।
বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়।
এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ছয় রেটিং খুইয়েছে তারা। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
তালিকার শীর্ষে আছে ভারত। ২৭০ রেটিং আছে তাদের। দ্বিতীয় থেকে চতুর্থস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১), ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। টি-টোয়েন্টির বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চমস্থানে। তাদের রেটিং ২৫১। তথ্য সূত্র বাসস।