
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য সংলগ্ন সীমান্তের এক অস্থায়ী ক্যাম্প থেকে ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে সরিয়ে দিয়েছে মেক্সিকোর অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ আইএনএম৷গত এক বছর অস্থায়ী শিবিরটিতে ছিলেন তারা৷মঙ্গলবার এক বিবৃতিতে আইএনএম জানায়, সরিয়ে দেয়া ওই অভিবাসনপ্রত্যাশীরা ২০২১ সালের মার্চ মাস থেকে রেনোসা শহরের অস্থায়ী শিবিরটিতে ছিলেন৷ সরিয়ে দেয়া অভিবানসপ্রত্যাশীরা মূলত গুয়াতেমালা, এল সালভাদর, হোন্ডুরাস এবং হাইতির অধিবাসী৷টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকলিন শহর সংলগ্ন এক প্লাজায় গড়ে ওঠা ওই শিবির থেকে অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে দেয়ার ছবিও প্রকাশ করেছে আইএনএম৷ সেখানে দেখা যায়, অভিবাসনপ্রত্যাশীরা ব্যাকপ্যাক, সুটকেস ইত্যাদিসহ দীর্ঘ লাইন ধরে হেঁটে যাচ্ছেন৷সোমবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে স্থানীয় পুলিশ এবং ন্যাশনল গার্ডের উপস্থিতিতে রেনোসার ক্যাম্প থেকে ওই অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে দেয় আইএনএম৷ মেক্সিকোর রেনোসা শহর এবং তার আশপাশের কিছু ক্যাম্পে অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন যাপনের বিষয়ে অনেক দিন ধরেই মানবাধিকার কর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছেন৷ এ কারণে গত ফেব্রুয়ারিতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ তিজুয়ানা শহরের এক শিবির থেকেও অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে দেয়৷ তথ্য সূত্র: ডয়চে ভেলে বাংলা।