News update
  • Dhaka to enhance eco-tech in rice cultivation to cut gas emission     |     
  • Gazans on tenterhooks awaiting news of ceasefire call     |     
  • Flash flood alerts issued for northeastern districts      |     
  • A free press is not a choice, but a necessity: Guterres      |     

সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 8:00am

screenshot_11-cfe2a177cf5df99de879361d7e8d6a791651716027.png




জাপান এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছে, বুধবার উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই সিরিজ দেশটির প্রতিবেশীদের উদবিগ্ন করেছে এবং যুক্তরাষ্ট্র এ উৎক্ষেপণের কড়া নিন্দা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পিয়ংইয়ং-এর কাছে সুনান অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে এই পরীক্ষাটি করা হয়। রক্ষণশীল প্রাক্তন প্রধান প্রসিকিউটর ইউন সুক-ইওল পিয়ংইয়ং-এর প্রতি আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ উৎক্ষেপণকে “আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি” বলে অভিহিত করেছে।

জাপানের নিউজ এজেন্সি কিয়োডো জানায়, জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, এ উৎক্ষেপণকে “কোনোভাবেই ক্ষমা করা যায় না।“

উত্তর কোরিয়া এই বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৃদ্ধি করেছে যা দেশটির নেতা কিম জং উনের ২০২১ সালের অস্ত্র প্রসারের ইচ্ছা তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তবে উত্তর কোরিয়ার দুই বৃহত্তম সমর্থক চীন এবং রাশিয়া মূলত ভিন্ন মনোভাব পোষণ করছে। বরঞ্চ চীন এবং রাশিয়া ২০১৯ সাল থেকে অনুষ্ঠিত না হওয়া পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার উদ্দেশ্যে আরও পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছে।

যুক্তরাষ্ট্র বারবার বলেছে, তারা পূর্বশর্ত ছাড়াই আলোচনায় পুনঃপ্রবেশ করতে চায় কিন্তু উত্তর কোরিয়া সেই আমন্ত্রণগুলো প্রত্যাখ্যান বা উপেক্ষা করেছে।

বরং উত্তর কোরিয়া তার হুমকি বৃদ্ধি করেছে। তথ্য সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা।