টামি আব্রাহামের গোলে গতকাল ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে লিস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে রোমা। সেমি-ফাইনালের ফিরতি লেগে এই জয়ের ফলে দুই লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয় ক্লাবটি।
রোমের স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচের ১১তম মিনিটে জোড়ালো এক হেডে গোল করেন আব্রাহাম। এতেই তিন দশকেরও অধিক সময় পর প্রথম বারের মতো ইউরোপীয় কোন আসরের ফাইনাল নিশ্চিত করে হোসে মরিনহোর শিষ্যরা।
আগামী ২৫ মে আলবানিয়ার রাজধানী তিরানায় ফেইনুর্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে রোমা। গতকাল অপর সেমিফাইনালের ফিরতি লেগে মার্শেই’র সঙ্গে গোল শুন্য ড্র করেছে তারা। ফলে দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রাখে ডাচ জায়ান্ট ফেইনুর্ড।
খেলা শেষে রোমা ঘোষনা দিয়েছে, তাদের সমর্থক মৌসুমী টিকেটধারীদের বিনামুল্যে ফাইনালের টিকিট সরবরাহ করবে ক্লাবটি। বর্তমানে সিরি এ লিগের পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে রোমা।
এই মৌসুমে ২৫ গোল করা এই ম্যাচের একমাত্র গোলদাতা আব্রাহাম বিটি স্পোর্টসকে বলেন,‘ খেলা শুরুর আগেই ভক্তরা আমাদের এই ম্যাচটি জিতিয়ে দিয়েছে। আমরা মাঠে নামার আগেই তাদের উচ্ছাস শুনতে পেয়েছি। এই জয়টি আমার দলের এবং সেই সব ভক্তদের। আশা করি আমরা শেষ অবদি পৌঁছাতে পারব।’
২০০৮ সালের পর কখনো শিরোপা জয়ের আনন্দ পায়নি রোমার সমর্থকরা। যে কারণে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বস্তির নি:শ্বাস ফেলতে থাকে তারা। কারণ ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রন করেছে ফক্সেসরা। এই সময় মাঠের নিয়ন্ত্রনের প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে ছিল তারা। এখন প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ইতালীয় জায়ান্টরা।
খেলা শেষে লিস্টারের কোচ ব্রেন্ডান রজার্স বলেন,‘ গোলের খুব বেশী সুযোগ সৃস্টি করতে না পারলেও প্রথমার্ধে তারা (রোমা) আমাদের চেয়ে ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা বেশ ভালো খেলেও ব্রেকথ্রু আনতে পারিনি।’ তথ্য সূত্র বাসস।