ইউক্রেনের কর্মকর্তারা মারিউপোল শহর থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেসামরিক লোকজনের জন্য নিরাপদ পথের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, ইউক্রেনীয় লোকজন বলছেন, রুশ বাহিনী এখনও হামলা চালিয়ে যাচ্ছে।
রাশিয়া এই শহরের অবরুদ্ধ একটি ইস্পাতের কারখানায় দিনের বেলায় ৩ দিনের এক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে। শত শত লোক এই কারখানার মধ্যে আটকে পড়ে রয়েছেন। রুশ সামরিক বাহিনী জানায়, তারা বেসামরিক লোকজনকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার অনুমতি দেবে। তবে, ইউক্রেনীয়রা বলছেন, তা ঘটছে না।
আযোভ ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার বলেন, “পর পর তিন দিন, শত্রুরা এই কারখানার চত্বরের মধ্যে ঢুকে পড়েছে। মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রয়েছে”।
ইউক্রেনীয় গণ-সম্প্রচার কেন্দ্র জানায়, ন্যূনতম ২৫ জন বেসামরিক লোক বৃহস্পতিবার দোনেৎস্কের পূর্বাঞ্চলে এক হামলায় আহত হয়েছেন। কেন্দ্রটি জানায়, প্রতিবেশী শহর লুহানস্কে অন্য এক হামলায় ৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।