News update
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিসংযোগ, রাতভর পুলিশের তল্লাশি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-12, 8:16am

4471d0be066138edee0a7e299f691116d6cf23f8fd95ee83-9f4106788f785b92721f1b3ea91749601762913803.jpg




রাজধানী ঢাকায় থামছেই না ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতেও রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। পুলিশ বলছে, ঢাকার বাইরে থেকে এসে এসব নাশকতা করা হচ্ছে।

রাজধানীর সূত্রাপুরের ফায়ার সার্ভিসের গেটের সামনে মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়িয়ে ছিল মালঞ্চ পরিবহনের একটি বাস। হঠাৎ যানবাহটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাতে মিরপুর বেড়িবাঁধে আশুলিয়া পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

যানবাহনে আগুন দেয়ার ঘটনা ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গুলিস্তানের জিরো পয়েন্টে রাত ৯টায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটানোর পরই দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ ঘটে হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে। একই সময়ে ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনেও।

একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। গুলিস্তানের জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজারসহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ।

ডিএমপির তথ্য বলছে, গত এক সপ্তাহে রাজধানীতে ২০টির বেশি ককটেল বিস্ফোরণ ও ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ৫৫২ জন গ্রেফতার করেছে ডিএমপি। তবে গ্রেফতারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।

হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।

অপরিচিত কাউকে আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেয়ার আগে ও আগন্তুক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন।

যানবাহন অরক্ষিত না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অরক্ষিত বাসেই আগুন দেয়া হয়েছে। কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেয়া হচ্ছে। এ অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চাই। নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী।