News update
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     

কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 12:45pm




জেলার বুড়িচং উপজেলার  রাজাপুর রেলস্টেশন এলাকায় আজ  ভোর ৪টার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা রেলওয়ে কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছে। 
তিনি আরো বলেন, এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে । তথ্য সূত্র বাসস।