News update
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সুপার কম্পিউটিং ল্যাব পরিদর্শন আইসিটি প্রতিমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 7:34am




তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল যুক্তরাষ্ট্রের বার্কলিতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের বার্কলি ল্যাব, সুপার কম্পিউটিং ল্যাব ও সিলিকন ভ্যালি ইনোভেশন ইকোসিস্টেম ও স্টার্টআপ এক্সেলেরেটর প্রোগামের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। 
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হ্যাস স্কুল অব বিজনেস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইনোভেটর এবং ইনকিউভেটরদের সাথে মতবিনিময় করেন। 
 বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয় ওই মতবিনিময় সভায় তারা সরকারি সংস্থা, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, মেশিন লার্নিংযের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি সনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় হ্যাস স্কুল অফ বিজনেসের নির্বাহী পরিচালক ক্রিস বুশ, ড. নোজওয়ার্দি, আবদুল্লাহ মঈন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্কট শেনকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।