News update
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     

মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিমান কর্তৃপক্ষ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 7:57am




মে মাসের ১৬ তারিখ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নে বিমান বন্দর এবং বিমানের ভেতরে করোনাভাইরাস প্রতিরোধ মাস্ক পরার প্রয়োজন হবেনা।

ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে মিলে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা এজেন্সি বুধবার এই নীতি সংক্রান্ত হালনাগাদ প্রকাশ করে।

নিরাপত্তা এজেন্সি বলছে টিকা নেয়ার মাত্রা এবং ইউরোপের অনেক বেশি সংখ্যক দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ শিথিল হওয়া সহ বেশ কিছু উপাদানের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্তৃপক্ষ অবশ্য এখনও মনে করছে যে মাস্ক হচ্ছে সংক্রমণ প্রতিহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরা বলছে বিমান কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করা হলে লোকজনের এখনও উচিৎ হবে মাস্ক ব্যবহার করা।

ইউরোপের অনেক দেশ বাধ্যতামূলক মাস্কের সমাপ্তি টেনেছে। ফ্রান্স চলতি মাসের ১৬ তারিখে গণ পরিবহণে মাস্কের প্রয়োজনীয়তা তুলে নেবে। তবে হাসপাতাল সহ অল্প সংখ্যক স্থাপনায় এই নিয়ম বহাল থাকবে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।