News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কোহলির প্রতি রিজওয়ানের সমবেদনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 5:33pm




ব্যাট হাতে খুবই খারাপ সময় যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বর থেকে কোন সেঞ্চুরি না পাওয়া  কোহলিকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন সমালোচকরা। তবে সমালোচকদের দলে নেই পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কোহলির ফর্মে ফিরতে  প্রার্থনা রিজওয়ানের।
২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেছেন কোহলি। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন তিনি। জাতীয় দলের হয়ে রান না পাওয়ায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে ফিরে পাবার স্বপ্ন ছিলো কোহলির। কিন্তু সেখানেও  ব্যর্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন এ তারকা ব্যাটসম্যান।
কোহলির এমন বাজ ফর্ম দেখে খারাপ লাগছে ভারতের চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ানের। চিরপ্রতিন্দ্বন্দি হলেও, কোহলির রান দেখতে শুধুই প্রার্থনা করতে পারেন বলে জানান রিজওয়ান।
কোহলিকে নিয়ে ক্রিকউইক ওয়েবসাইটে রিজওয়ান বলেন, ‘কোহলি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, কিন্তু বর্তমানে যে পর্যায়ে আছেন, আমরা তার ফর্মে ফেরার জন্য প্রার্থনা  করতে পারি। কারণ সে অনেক পরিশ্রমী ক্রিকেটার।’
তিনি আরও বলেন, ‘প্রত্যক খেলোয়াড়েরই এমন সময় যায়। ভালো সময় আসে, আবার খারাপ সময়ও আছে। সব খেলোয়াড়ই র সেঞ্চুরি করে, আবার জোড়া শূন্যও পায়। কিন্তু জীবন চলতে থাকে। তবে আমি তার জন্য শুধু প্রার্থনাই করতে পারি।’
কঠোর পরিশ্রমের মাধ্যমে কোহলি সেরা রুপে ফিরবেন বলে আশা করছেন রিজওয়ান। রিজওয়ান বলেন, ‘আশা করছি, কঠিন পরিশ্রমের মাধ্যমে সে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে।’ তথ্য সূত্র বাসস।