News update
  • Botswana buries 44 victims of South Africa bus crash     |     
  • Toxic chemicals can be detected with new AI method     |     
  • Fire breaks out at Sundarbans     |     
  • “Working to close gap that makes heated city unlivable for women”      |     
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     

ইউক্রেন পুনর্গঠনের জন্য রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করতে কিয়েভের আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 9:56pm

image-41768-1652443018-84a2659542f5c53595a27820d3a1a4721652457416.jpg




ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জার্মানিতে ধনী দেশগুলোর সাথে বৈঠককালে তার যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত ও হস্তান্তর করার জন্য জি৭-এর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, "আজ আমি আমাদের  দেশ পুনর্গঠনের জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ বাজেয়াপ্ত করে আমাদেরকে দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদ্ধতি প্রয়োগ করার জন্য জি-৭  দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। খবর এএফপি’র। তথ্য সূত্র বাসস।