News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

‘আপু’ বলায় চটে গেলেন ইউএনও!

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-01-16, 5:33pm

img_20260116_173416-b8aa018c253d691be51bd0fec14f70f31768563270.png

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। ছবি: সংগৃহীত



লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করায় এক অনুষ্ঠান আয়োজকের সঙ্গে ক্ষুব্ধ আচরণের অভিযোগ উঠেছে। ফোনালাপে ইউএনওর এমন প্রতিক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি (পিকনিক) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শেষ হতে রাত প্রায় ১২টা বেজে গেলে ইউএনও শামিমা আক্তার জাহান একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন।

ফোনালাপে মেহেরবান মিঠু ইউএনওকে জানান, রয়েল ফুটবল একাডেমির একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সে কারণেই অনুষ্ঠান শেষ হতে কিছুটা দেরি হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এক্ষুনি শেষ হয়ে যাবে, আপু।’ এ সময় ‘আপু’ সম্বোধন শুনে ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ফোনে ইউএনওকে বলতে শোনা যায়, ‘আমি আপনার আপু না—ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না। আপনি কি এই অনুষ্ঠানের অনুমতি নিতে এসেছিলেন?’ এ সময় মিঠু জানান, তিনি নিজে অনুমতি নিতে উপস্থিত ছিলেন না। এরপর ইউএনওর কঠোর মনোভাবের কারণে দুঃখ প্রকাশ করেন মিঠু। পরে দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হলে তা ভাইরাল হয়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ বলে সম্বোধনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনওর এমন প্রতিক্রিয়াকে কেউ কেউ ‘অহমিকা’ বলেও আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে রয়েল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু বলেন, “নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি দুঃখ প্রকাশ করে খুব বিনয়ের সঙ্গে ‘আপু’ বলেছিলাম। কিন্তু কেন বা কী কারণে তিনি চটে গেলেন, বুঝতে পারিনি। ইউএনওর এমন ব্যবহারে আমি ও একাডেমির সবাই মর্মাহত।”

অভিযোগের বিষয়ে ইউএনও শামিমা আক্তার জাহান মুঠোফোনে জানান, ‘আপু’ বলায় রাগ করার বিষয়টি সত্য নয়। তিনি বলেন, “অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় বন্ধ করতে বলেছি, ‘আপু’ বলার কারণে নয়। বিষয়টি তিনি অন্যভাবে নিয়েছেন।”

উল্লেখ্য, এর আগে জয়পুরহাটের কালাই উপজেলায় ইউএনও থাকাকালীন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় তার সম্পৃক্ততা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি