News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • People’s unity urged to establish right on 54 common rivers     |     
  • UZ Polls: Voter turnout to increase in 2nd phase: Commissioner      |     
  • 24 dengue patients hospitalised in 24 hrs     |     
  • BNP expels 4 more leaders for contesting Upazila polls     |     

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিরক্ষা প্রধানদের প্রথম ফোনালাপ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 8:23am

20220514_13_1114023_l-f82ee803a231e72b79ad390e4ceedfe31652581412.jpg




ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিরক্ষা প্রধানরা প্রথমবারের মত টেলিফোনে কথা বলেছেন। দেশটির পূর্বাঞ্চলে মারাত্মক লড়াই অব্যাহত রয়েছে।

শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সাথে আলাপের সময় ইউক্রেনে অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্যমতে, এসময় অস্টিন যোগাযোগের পথ উন্মুক্ত রাখা গুরুত্বপূর্ণ বলেও জোর দিয়ে উল্লেখ করেন।

ঐ কর্মকর্তা বলেন, এই ফোনালাপের মাধ্যমে জটিল কোন সমস্যার সমাধান হয়নি বা রুশরা যা বলছে বা করছে তাতে সরাসরি কোন পরিবর্তন আসেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, অস্টিন ও শোইগু ইউক্রেন পরিস্থিতি’সহ প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

রাশিয়া শুক্রবার ঘোষণা দেয় যে তাদের বিমান বাহিনী পুর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর হামলা চালিয়েছে এবং খারকিভ অঞ্চলে একটি অস্ত্রাগার ধ্বংস করেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা বলেন, খারকিভ অঞ্চলের ইযিউম এবং দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কের মধ্যে ব্যাপক লড়াই চলছে।

তিনি এও বলেন, ইউক্রেনের কামানের গোলাবর্ষণ দোনেতস নদী পার হতে রুশ প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়ার পাশাপাশি রুশদের আরও অগ্রসর হতে বাধা দিচ্ছে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।