News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

শ্রীলংকার ২ উইকেট শিকার করে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 4:22pm

image-41950-1652595915-3837c55c2bc027b5c2c41561e7878d961652610177.jpg




আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলংকা। প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা। 
শ্রীলংকার পতন হওয়া ২ উইকেটই নিয়েছেন বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসান। 
শ্রীলংকার ওপেনার ওশাদা ফার্নান্দোকে ৩৬ ও অধিনায়ক দিমুথ করুনারতেœকে ৯ রানে বিদায় করেন নাইম। 
প্রথম সেশনে ৮ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন নাইম। তথ্য সূত্র: বাসস।