News update
  • Experts see Tarique's political future on optimistic note     |     
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     

শ্রীলংকার ২ উইকেট শিকার করে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 4:22pm




আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলংকা। প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা। 
শ্রীলংকার পতন হওয়া ২ উইকেটই নিয়েছেন বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসান। 
শ্রীলংকার ওপেনার ওশাদা ফার্নান্দোকে ৩৬ ও অধিনায়ক দিমুথ করুনারতেœকে ৯ রানে বিদায় করেন নাইম। 
প্রথম সেশনে ৮ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন নাইম। তথ্য সূত্র: বাসস।