News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

সাইমন্ডসের সম্মানে এক মিনিট নীরবতা পালন করলো বাংলাদেশ-শ্রীলংকা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 11:27pm




আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডসের সম্মানে এক নীরবতা পালন করেছে বাংলাদেশ ও শ্রীলংকার খেলোয়াড়রা।
গাড়ি দুর্ঘটনায় গত রাতে টাউন্সভিল শহরের অ্যালিস রিভার ব্রিজের কাছে মারা যান সাইমন্ডস। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে।
চট্টগ্রামে টেস্ট খেলতে নামার আগে সাইমন্ডসকে সম্মান জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলংকার ক্রিকেটাররা। দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্মরণ করেন।
২০০৩ ও ২০০৭ সালে বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্টে ১৪৬২ রান ও ২৪ উইকেট, ১৯৮ টেস্টে ৫০৮৮ রান ও ১৩৩ উইকেট এবং ১৪টি টি-টোয়েন্টিতে ৩৩৭ রান ও ৮টি উইকেট নেন সাইমন্ডস। তথ্য সূত্র বাসস।