News update
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     
  • Sajek road accident: Death toll rises to 9     |     
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     
  • 160 pilot whales beach on Australian west coast, 26 die     |     
  • 282 million people faced acute hunger in 2023, worst in Gaza      |     

১৫ জনের মৃত্যু ও ২ লাখ ৯৬ হাজারের বেশি জ্বরাক্রান্ত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-16, 7:35am

20220515_09_1114309_l-f6babd45ed5a61554ef9a395d30039541652664943.jpg




উত্তর কোরিয়ার গণমাধ্যম, আজ রবিবার দেশব্যাপী ১৫ জনের মৃত্যুর পাশাপাশি নতুনভাবে ২ লাখ ৯৬ হাজারের বেশি জ্বরাক্রান্ত হওয়ার নিশ্চিত খবর জানিয়েছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র নোদং শিনমুন, শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উক্ত হিসেব করা হয় বলে জানায়।

উল্লেখ্য, পিয়ংইয়ং গত বৃহস্পতিবার প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসে সংক্রমণের খবর নিশ্চিত করে। কর্মকর্তারা, দেশের সকল শহর ও গ্রামকে লকডাউনের পাশাপাশি দেশটির মহামারী প্রতিরোধ ব্যবস্থাকে সর্বোচ্চ জরুরি পর্যায়ে উন্নীত করা হবে বলে জানান।

দেশটির দৈনিক হিসেবে অনুযায়ী, গতকাল শনিবার জ্বরাক্রান্তের সংখ্যা একদিন আগের তুলনায় ১ লাখ ২০ হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসের শেষ নাগাদ থেকে এপর্যন্ত ৪২ জনের মৃত্যু’সহ জ্বরাক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত দেশটির ক্ষমতাসীন দলের রাজনৈতিক ব্যুরোর এক বৈঠকে শীর্ষ নেতা কিম জং উন গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি এই পরিস্থিতিকে “রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর উদ্ভূত একটি মহাবিপর্যয়” বলে অভিহিত করেন।

উত্তর কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা দুর্বল বলে কথিত রয়েছে এবং দেশটিতে সংক্রমণের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।