News update
  • Toxic chemicals can be detected with new AI method     |     
  • Fire breaks out at Sundarbans     |     
  • “Working to close gap that makes heated city unlivable for women”      |     
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     
  • Flood-hit Kenya and Tanzania on alert as cyclone nears     |     

বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 8:26am

233814kalerkantho-03-09-2019-11-1543839963fe702bdad8ff484c8bad881652754367.jpg




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক থাকবে।

একচেটিয়া বাণিজ্য বন্ধ করে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। বাজারে প্রতিযোগিতা সম্পর্কে সংশ্লিষ্ট সকলের পরিষ্কার ধারনা থাকা দরকার। কোন মহলকে হয়রানি করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেনি।

প্রতিযোগিতা কমিশনকে সকলের আস্থা অর্জন করতে হবে। সংশ্লিষ্ট সকলকে প্রতিযোগিতা কমিশন আইন সম্পর্কে জানতে হবে এবং নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। প্রতিযোগিতা কমিশনের সুফল পাবার জন্য আমরা সকলেই কাজ করছি। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে, পণ্যের উৎপাদন ও মূল্য স্বাভাবিক থাকবে। অবৈধ মজুদের সুযোগ থাকবে না। মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার (১৬ মে) ঢাকায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত কমিশনের সম্মেলন কক্ষে “ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে ব্যবসায়ী সংগঠন সমুহের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালাহ উদ্দিন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. এ এফ এম. মনজুর কাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির প্রেসিডেন্ট নাজমূল হাসান পাপন, উইম্যান চেম্বারের প্রতিনিধি প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান স্বপন, চট্রগ্রাম চেম্বার্স এন্ড কমার্সের প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম, ঢাকা মেট্রোপলিটন চেম্বার্স এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এম করীম।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত “সংলাপ” অনুষ্ঠানে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয় এর কার্যক্রম অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তথ্য সূত্র,: বিজ্ঞপ্তি।