News update
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     

সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন করছেন বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 3:05pm

image-42183-1652763581-2e604ac13916dbef444de7a625466a9a1652778304.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আল-শাবাব জঙ্গি গ্রুপকে মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সোমবার আমেরিকার এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এ পদক্ষেপ বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের একেবারে বিপরীত। তিনি ২০২০ সালের শেষের দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেন।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন সোমালিয়ায় স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেয়ার ব্যাপারে পূর্ব আফ্রিকায় মার্কিন বাহিনীর পুন:অবস্থানের ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের আবেদনের অনুমোদন দিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, এক্ষেত্রে ৫শ’র কম সৈন্য মোতায়েন করা হবে। তিনি আরো  জানান, যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে। তথ্য সূত্র বাসস।