News update
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     
  • Bangladesh Sees $2.75 b in Remittance Inflow in April     |     

৩৭০ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন জকোভিচ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 3:15pm

image-42216-1652775780-6b335b4070a212f5d3faa24e2d8eae1e1652778948.jpg




এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৭০ সপ্তাহ এক নম্বর স্থানে থাকার রেকর্ড গড়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তবে সাম্প্রতীক র‌্যাঙ্কিং অনুযায়ী পাঁচ নম্বরে নেমে গেছেন রাফায়েল নাদাল।
সদ্য সমাপ্ত ইতালিয়ান ওপেনের শেষ ১৬’ থেকেই বিদায় নিতে হয়েছে নাদালকে। র‌্যাঙ্কিংয়ে এই স্প্যানিয়ার্ডকে পিছনে ফেলেছেন গ্রীক তারকা স্টিফানোস টিসিতসিপাস। ফাইনালে খেলা টিসিতসিপাস শেষ পর্যন্ত অবশ্য জকোভিচের সাথে আর পেরে উঠেননি।
ক্যারিয়ারে ষষ্ঠ ইতালিয়ান ওপেন শিরোপা জয় করা জকোভিচ ৩১০ সপ্তাহ শীর্ষে থাকা রজার ফেদেরারের থেকে ৬০ সপ্তাহ বেশী নাম্বার ওয়ান পজিশনে থাকলেন। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা নাদাল একটানা শীর্ষস্থানে ছিলেন ২০৯ সপ্তাহ। 
আগামী রোববার থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। রোলা গাঁরোতে এক নম্বর খেলোয়াড় হিসেবেই কোর্টে নামবেন জকোভিচ। অন্তত আরো দুই সপ্তাহ তিনি শীর্ষস্থানেই থাকতে পারবেন।  রোমে সেমিফাইনাল খেলার কারনে নরওয়েজিয়ান কাসপার রুড দুই ধাপ উপরে উঠে দশম থেকে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। মার্চে ডান হাতের অস্ত্রোপচার করানো ইতালিয়ান মাত্তেও বেরাত্তিনি ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারছেন না। দুই ধাপ নীচে নেমে কোনমতে শীর্ষ ১০ র‌্যাঙ্কিংয়ে টিকে আছেন বেরাত্তিনি। 
শীর্ষ ১০ এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ৮৬৬০ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ                       ৭৯৯০
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৭২০০
৪. স্টিফানোস টিসিটসিপাস (গ্রীস)         ৬১৭০
৫. রাফায়েল নাদাল (স্পেন)                ৫৫২৫
৬. কার্লোস আলকারাজ (স্পেন)            ৪৭৭০
৭. আন্দ্রে রুবলেভ                            ৩৯৪৫
৮. কাসপার রুড (নরওয়ে)                 ৩৯৪০
৯. ফেলিক্স-অগার-আলিয়াসিমে (কানাডা) ৩৮৫০
১০. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)            ৩৮০৫

তথ্য সূত্র বাসস।