News update
  • Dhaka’s air quality sixth worst in the world Saturday morning     |     
  • Strike on Iraq gas complex kills 4 Yemenis      |     
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     

দুই বছর বন্ধ থাকার পর সীমান্ত খুলেছে স্পেন-মরক্কোর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 5:53pm

image-42227-1652780080-1ce08be6184ab73fea99c3090b86ae041652788406.jpg




কোভিড বিধিনিষেধ এবং বড় ধরণের কূটনৈতিক টানাপোড়নের কারণে দুইবছর বন্ধ রাখার পর উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবং স্পেনের  কিউটা ও মেলিলা ছিটমহলের মধ্যকার সীমান্ত খুলে দেওয়া হয়েছে। খবর এএফপির।
এই দুটি ছিটমহলের মাধ্যমেই কেবল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মরক্কোর স্থল সীমান্ত রয়েছে। ভূমধ্যসাগরের উত্তর মরক্কো উপকূল সংলগ্ন অঞ্চলে এ দুটি ছিটমহলের অবস্থান।
সীমান্ত গেটগুলো সোমবার স্থানীয় সময় রাত ১১ টার পর খুলে দেয়া হয়। সে সময় উভয় দিক থেকে কয়েক ডজন গাড়ি ও পথচারি পারাপার হয়। তথ্য সূত্র: বাসস।