News update
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     

সাংহাইয়ে ‘জিরো কোভিড’ নীতি অর্জন ॥ তবে লাখ লাখ লোক লকডাউনে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 5:56pm




চীনের বৃহত্তম শহর সাংহাই মঙ্গলবার ‘জিরো কোভিড’ নীতি অর্জনের ঘোষণা দিয়েছে। 
তবে শহরটির সব এলাকায় এ নীতি অর্জিত হলেও লাখ লাখ লোক এখনও লকডাউনে রয়েছে। 
সাংহাই স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও ডানডান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সবকটিতেই কমিউনিটি পর্যায়ে ইতোমধ্যে জিরো কোভিড নীতি অর্জিত হয়েছে। 
নগরীর ভাইস মেয়র চেন টং রোববার বলেছেন, চলতি সপ্তাহে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া শুরু হবে।
তবে তিনি নির্দিষ্ট করে কোন দিনক্ষণ ঠিক করেননি।
এদিকে মঙ্গলবারও সাংহাইয়ের লাখ লাখ বাসিন্দা তাদের আবাসিক কমপাউন্ড ছেড়ে বাইরে যেতে পারেনি।
সরকারি হিসেবে ৩৮ লাখেরও বেশি লোক বর্তমানে কঠোর লকডাউনের আওতায় রয়েছে। 
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের দেয়া ভাষ্যের সাথে বাস্তবতার ফারাক রয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। 
টুইটারের মতো ওয়েবিওতে একজন ব্লগার লিখেছেন, সমাজ যেহেতু কোভিড জিরোতে পৌঁছে গেছে তাহলে কেন সোংজিজিয়াং এর লোকদের দুদিনে একবার বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়?
অপর একজনের জিজ্ঞাসা ছিল,  এটি কি একটি সমান্তরাল মহাবিশ্ব সাংহাই ?
এদিকে শহরটির কিছু এলাকায় সম্প্রতি লকডাউন আরো কঠোর করা হয়েছে। 
তবে একাধিক কোভিড টেস্ট এবং অনুমতি পাওয়ার পর ট্রেনে সাংহাইবাসীকে শহর ছাড়ার অনুমতি দেয়া হচেছ। এ কারণে শহরটির হংকিয়াও রেলওয়ে স্টেশনে মঙ্গলবার বেশ ভিড় লক্ষ্য করা গেছে। চীনা সংবাদ মাধ্যম স্টেশন থেকে লাইভ ভিডিও প্রচার করে।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ লোককে ঘরে থেকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। পরিবহন সেবাও বন্ধ রয়েছে। তথ্য সূত্র বাসস ‌