News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

চট্টগ্রাম টেস্ট: মুশফিক-লিটনের ব্যাটিংয়ে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-18, 3:44pm




মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিডের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ। 
নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ ওভারে ৩ উইকেটে ৩৮৫ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে মাত্র ১২ রানে পিছিয়ে টাইগাররা। 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকার ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৮ রান করেছিলো বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ১৩৩ রান করে আহত অবসর নেন। তবে দিন শেষে মুশফিক ৫৩ ও লিটন ৫৪ রানে অপরাজিত ছিলেন। 
আজ মুশফিক ৮৫ ও লিটন ৮৮ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। মুশফিকের ২২২ বলের ইনিংসে ৩টি চার ও লিটনের ১৮৮ বলের ইনিংসে ১০টি চার আছে। 
শ্রীলংকার কাসুন রাজিথা ২টি ও আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন। তথ্য সূত্র বাসস।