News update
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     

পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে উ.কোরিয়া : সিউল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-19, 4:50pm

image-42541-1652950155-449ec84b31d65a1f529e979a40f1f7751652957441.jpg




উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর আইনপ্রণেতা হা তায়ি-কিউং সাংবাদিকদের বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া সত্ত্বেও তারা ‘একটি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কাজ শেষ করেছে এবং তারা কেবলমাত্র উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে।’ তথ্য সূত্র বাসস।