News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

এক উইকেটের আক্ষেপ মোমিনুলের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-19, 9:46pm




চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি সেটডিয়ামে পঞ্চম ও শেষ দিনে আর একটি উইকেট নিতে পারলে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেতেন  বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।
সিরিজের প্রথম টেস্ট ড্র হবার পর ম্যাচ শেষে মোমিনুল বলেন, ‘আমি মনে করি যদি কোন উপায়ে আমরা আর একটি উইকেট নিতে পারতাম, তবে ফলাফল অন্যরকম হতে পারতো।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা দল হিসেবে খেলতে পেরেছি। আমরা যদি দল হিসেবে খেলি তাহলে সবসময় ভালো ফল পাই। আমি আশা করি, এটি আমাদের ঢাকা টেস্টে ভালো অবস্থায় রাখবে।’
দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে শ্রীলংকার ষষ্ঠ উইকেটের পতন হলে, পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিলো বাংলাদেশের। ঐ সময় মাত্র ৯৩ রানে এগিয়ে ছিলো লংকানরা।
দিনের প্রথম সেশনে ২ উইকেট শিকার করে বাংলাদেশকে  আত্মবিশ^াসী করে তোলেন   তাইজুল। তার দুই উইকেটের মধ্যে ছিল  দ্রুত রান তুলতে থাকা  কুশল মেন্ডিসও । 
৪৩ বলে ৪৮ রান করে আউট হন কুশল। অধিনায়ক দিমুথ করুনারতেœ ৫২ ও নিরোশান ডিকভেলার অপরাজিত ৬১ রান করেন। শেষ পর্যন্ত টেস্টটি ড্রর স্বাদ পায় বাংলাদেশ।
মোমিনুল বলেন, ‘সাম্প্রতিক সময়ে পেসারদের নিয়ে প্রত্যাশা বেশি হওয়ায়  তাদের আরো ভাল করা উচিত ছিল। প্রথম ইনিংসে যদি লাইন ও লেন্থ দিয়ে ভালো বোলিং করতে পারতো তারা, তবে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শরিফুল ইসলামকে পাইনি আমরা। খালেদ ভালো বোলিং করতে পারলে  আমি খুশি হতাম। এই উইকেটে স্পিনার ও পেসারদের জন্য উইকেট পাওয়া কঠিন হলেও তাইজুল-সাকিব ভাই সুযোগ তৈরি করেছেন। বিশেষভাবে, সাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো। কারণ প্রথম ইনিংসে যখন শ্রীলংকার ব্যাটাররা মরামুখী খেলার পরিকল্পনায় ছিলো, তখন প্রতিপক্ষের রান আটকে দেন সাকিব।’
প্রথম ইনিংসে শ্রীলংকার ৩৯৭ রানের জবাবে ৪৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।   এতে ৬৮ রানের লিড পায় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। ১০৫ রানের ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন মুশি। এছাড়া লিটন দাস ৮৮ ও ওপেনার মাহমুদুল হাসান জয় ৫৮ রান করেন।
টপ-অর্ডারের প্রায় সকলেই বড় ইনিংস খেলেন। কিন্তু ২ রানে আউট হয়ে হতাশ মোমিনুল নিজে। টেস্টে টানা পাঁচ ইনিংসে দুই অংকের নীচে আউট হলেন তিনি। শেষ ১৩ ইনিংসে ১০মবারের মত দুই অংকের কম রান করেন টাইগার দলনেতা।
নিজের এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন মোমিনুল। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নই।’
ব্যাটাররা রান পেলেও এটি তেমন উইকেট ছিলো না বলে মনে করেন মোমিনুল। তিনি বলেন, ‘এটি ভাল উইকেট ছিল। পুরো মনোযোগ দিয়ে খেলাটি লক্ষ্য করলে দেখবেন এখানে  রান পেতে  ব্যাটারদের লড়াই করতে হয়েছে।  ক্রিজে থাকার জন্য এটি ভাল উইকেট। আমরা যখন স্কোর বাড়াতে চেষ্টা করি, তখনই আউট হন লিটন। লিটন আরও এক ঘণ্টা মুশফিককে সঙ্গ দিতে পারলে  এটি আমাদের ম্যাচ  হতো ।’ তথ্য সূত্র বাসস।