News update
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     

দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-01-25, 10:38pm

images-8-8b31bfbfd22ef523378f0a86e92fb7521674664724.jpeg




খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই। 

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন। 

মন্ত্রী জানান, ‘দেশে বর্তমানে কোনও খাদ্য ঘাটতি নেই। গত অর্থবছরে দেশে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক চন চাল এবং ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ খাদ্য শস্য উৎপাদিত হয়েছে।’ তথ্য সূত্র বাসস।