News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-06-10, 10:44am

resize-350x230x0x0-image-226924-1686369237-8191e42e72f37d0bc0a5f6d2133767201686372276.jpg




আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। বেশির ভাগ সবজির দামও ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহে যা ৯০ থেকে ১০০ টাকা করে কিনতে হয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা করে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ সবজির দামও।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, আজ ৭৫ টাকা কেজিতে কিনলাম পেঁয়াজ। একই পেঁয়াজ গত সপ্তাহে কিনেছি ১০০ টাকা কেজি। বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এ ছাড়া মুরগি, সবজির দামও কমেছে কিছুটা।

আরেক ক্রেতা বলেন, বাজারে কিছুটা স্বস্তি এসেছে। সবজি, পেঁয়াজ ও ব্রয়লারের দাম কিছুটা কমেছে।

বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, করলা ৭৫ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিতে। প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকায় বিক্রি হচ্ছে এবং টমেটো কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৭০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।