News update
  • BNP sees plot to delay polls, cautious in dealing with govt     |     
  • Six more dengue cases reported in 24 hours     |     
  • 22 ex-DCs sent on compulsorily retirement     |     
  • Groom killed in road crash on way back from nupital shopping     |     
  • Civilians at breaking point in eastern DR Congo: Aid official     |     

ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

গ্রীণওয়াচ ডেক্স খাদ্য 2023-11-13, 1:16pm

image-247697-1699856841-1-83bc04add35ba2dffd61e3bb3bd3edcd1699859790.jpg




রাজধানীতে ফ্যামিলি কার্ড ছাড়াও টিসিবির পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা জানান।

বাণিজ্য সচিব জানান, মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরেও এই পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবেন।

সচিব জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এই পণ্য দেওয়া হবে বলে জানান তপন কান্তি ঘোষ। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র-শনিবার) ছাড়া সব কার্যদিবসে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলে জানান তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।