News update
  • Israeli strike on hospital further cripples Gaza health system     |     
  • Europe Is Now the Fastest Warming Continent—Report     |     
  • Israeli strikes in Lebanon killing civilians: UN rights office     |     
  • US trade agenda: gratitude for BD’s ‘constructive’ response      |     
  • Brisk Daily Chores May Boost Heart Health     |     

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-01-28, 2:49pm

gfgsdgshd-37cd252b937024af67458343217b4ade1706431798.jpg




এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি আলু ও পেঁয়াজের দাম। দেশি আলু প্রকারভেদে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বৃদ্ধি পেয়ে ৩২ থেকে ৩৭ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। এ ছাড়াও বেড়েছে ডিম ও বেগুনের দাম। ডিম খাঁচি প্রতি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৩০ টাকা খাচি বিক্রি হচ্ছে এবং বেগুন কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। পাইকারী মোকামে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রিকশাচালক আতাউর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে ঘন কুয়াশার কারণে কাজ তেমন হচ্ছে না। কারণ, অতিরিক্ত শীতের কারণে রিকশাতে যাত্রী কম উঠতেছে। যার ফলে ইনকাম অনেকটাই কমে গেছে। এরই মধ্যে আবার বাজারে সব নিত্যপণ্যের দামই প্রায় বৃদ্ধি পেয়েছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের সংসার পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

হিলি বাজারে পেঁয়াজ ও আলু ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, অতিরিক্ত শীতের কারণে মোকামগুলোতে চাহিদার তুলনায় কম আলু ও পেঁয়াজ উঠতিছে। যার ফলে মোকামেই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা সংখ্যা অনেকটাই কমে গেছে।

হিলি বাজারের ডিম বিক্রেতা মাহমুদ আলী বলেন, শীতে ডিমের চাহিদা বেশি থাকে। যার ফলে খামারিরা ডিমের দাম বৃদ্ধি করে দিয়েছে। সেই জন্য খুচরা বাজারেও ডিমের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি হালি বয়লার মুরগির ডিম ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা আতউর রহমান বলেন, হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেগুন, ফুলকপি, শষা এবং করলার দাম। বেগুন কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কেজি, ফুল কপি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম গত এক মাস থেকে ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।