News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

ফলের বাজার এখনই অস্থির, কী হবে রমজানে?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-02-10, 11:41am

erqwrqweqw-586cae541f271cba21cbd5db46d3c16b1739166072.jpg




কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৯০ টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো পুষ্টিকর নানা ফল। আসন্ন রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা-বিক্রেতা।

পুষ্টির যোগান দিতে বছরজুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতিসহ নানা ফলের। ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

ক্রেতারা বলছেন, ফলের দাম অনেক বেশি। আরও কম হওয়া উচিত। দাম বাড়লেও তো খেতে হচ্ছে। কিন্তু দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সমস্যায় পড়তে হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, উচ্চমূল্যে আমদানি করা ফল আঙুর-নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৭০ টাকা, ২০ থেকে ৬০ টাকা বেড়েছে আপেল-কমলার দাম।

এদিকে, বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে, এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। 

শুল্ক না কমালে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা।