News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

বাড়ছে সবজির দাম, ঝাঁজ কমেনি পেঁয়াজেরও

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-02-21, 4:01pm

img_20250221_155905-3d503b9b5d368752cfc755e9f7acb6a81740132067.jpg




শীত মৌসুম প্রায় শেষের দিকে। ফলে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশ কিছুদিন ধরে যে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছিল, তা হঠাৎ করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পেঁয়াজের চড়া দাম অব্যাহত রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তান বাজার, শ্যাওড়াপাড়াসহ কিছু এলাকার একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, কিছু শীতকালীন সবজি বাজারে নেই। এজন্য সেসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। প্রতি পিস ফুলকপি, বাঁধাকপির দাম আগের তুলনায় ৫-১০ টাকা বেড়েছে। সিম ও বেগুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিক্রেতারা বলছেন, যে সবজিগুলোর সরবরাহ কমেছে সেগুলো দাম কিছুটা বাড়ছে।

আজকের বাজারে প্রতি কেজি শিম মানভেদে ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন ৬০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচ ৬০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, শসার দাম ৫০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মুলা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এ ছাড়া এক পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি। গ্রীষ্মকালীন সবজি করলা ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, বরবটি ১৪০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং সাজনা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।

শ্যাওড়াপাড়া বাজারে সবজি কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, বাজারে শীতের সবজি আছে, কিন্তু দাম বাড়ছে। গত সপ্তাহেও ৪০ টাকা কেজি সিম কিনেছি, আজ ৫০ টাকা কেজিতে কিনলাম। গত সপ্তাহে টমেটোর দাম ছিল ২০-২৫ টাকা। আজ কিনলাম ৩০ টাকা কেজি। 

আবুল হাসান নামে আরেক ক্রেতা বলেন, যেহেতু সামনে রমজান আসছে, তাই সবজির দাম বেড়ে যেতে পারে। সবজির বাজার সহনশীল পর্যায়ে রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. নাজমুল হোসেন বলেন, শীতের সময় সবজির দাম কম থাকে। শীত শেষের দিকে। তবে এখনও বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, যে কারণে দামটাও সহনীয় আছে৷

এদিকে, কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা, সোনালি ২৮০-৩০০ টাকা। রমজানের পণ্য চিনি, ছোলা, ডালে সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা পর্যন্ত দাম কমেছে। আরটিভি