News update
  • 18 Killed as Wildfires Ravage South Korea     |     
  • 'Borbaad' gets Certification Board clearance after revisions     |     
  • 3,665 Israeli Crimes in a Week Targeting All Forms of Palestinian Life     |     
  • Rooppur NPP: Turbine installed at the first unit     |     

৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-03-24, 8:35pm

yr4543-340eb8a8d0b9c50a23266574ce3ca5921742826920.jpg




চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকে দেশের ৪০১ উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করবে সরকার।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বল্পআয়ের মানুষকে সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার এক হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।  

চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ছাড়া ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতি কার্যদিবসে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার ২৩টি উপজেলায় এক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে এক হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।  আরটিভি