News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

মক্কায় একদিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-03-24, 8:39pm

frewrew-295d0792fea7a91c5b528b5040421a381742827152.jpg




পবিত্র রমজান মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে প্রতিদিন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হচ্ছেন। পবিত্র মক্কা শহরে অবস্থিত মুসলমানদের কিবলা কাবা শরিফ ও মদিনা নবীর শহর হিসেবে পরিচিত। ফলে মক্কা ও মদিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পবিত্র রমজান মাসে এই তীর্থের শহরগুলোতে বাড়ে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা।

গালফ নিউজ জানিয়েছে, পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কারাবা শরিফ সংলগ্ন মসজিদ) মুসল্লির সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ছে। রমজানের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে এই মসজিদে নামাজ আদায় করেন, যা এ মৌসুমের অন্যতম বৃহৎ সমাবেশ।

তথ্য অনুযায়ী, ফজরের নামাজে ৫ লাখ ৯২ হাজার ১০০ মুসল্লি, জোহরে ৫ লাখ ১৮ হাজার, আসরে ৫ লাখ ৪৭ হাজার ৭০০, মাগরিবে ৭ লাভ ১০ হাজার ৫০০ মুসল্লি এবং এশা ও তারাবিহতে ৭ লাখ ৩২ হাজার ৭০০ মুসল্লি ছিলেন।

এছাড়া, মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোর মাধ্যমে ৬ লাখ ৬২ হাজার ৫০০ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হলো লাইলাতুল কদর পাওয়ার আশা।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি, যা এক হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। এই বিশেষ রাতের বরকত লাভের আশায় অনেক মুসল্লি ইচ্ছাকৃতভাবে গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করতে আসেন।

খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডিজিটাল পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে। এতে মসজিদের বিশাল পরিসরে চলাচল সহজ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হচ্ছে।