VGF rice being distributed among destitute families in Kalapara on Monday 24 March 2025.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল পাচ্ছেন ২৭, ৮৫০ দুঃস্থ পরিবার। সোমবার থেকে উপজেলার ১২ ইউনিয়ন ও দুই পৌরসভায় এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের শর্তাবলী পূরণ করে তালিকা সম্পন্ন করার পর দুঃস্থ, অসহায় পরিবারের মাঝে ঈদের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় ভিজিএফ এর উপকারভোগী তালিকা তৈরি করা হয়েছে। এবং এবং স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৭৮.৫ মে. টন চাল বিতরণ করা হচ্ছে। - গোফরান পলাশ