News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

কলাপাড়ায় বিএনপি'র নির্বাচন প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোষ্টার, ব্যানার, ফেস্টুন

রাজনীতি 2025-03-24, 11:51pm

posters-of-would-be-bnp-candidates-for-local-government-elections-00c47e630af4e0794a686dcbe13098d11742838710.jpg

Posters of would be BNP candidates for local government elections.



পটুয়াখালী: অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ শুরু না হতেই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন, না পরে? দেশের রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমতে পৌঁছতে না পারলেও পটুখালীর কলাপাড়ায় স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরব  হয়ে উঠছে। 

ঈদের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি, বাসা-বাড়ীর দেয়াল সহ গ্রামীণ জনপদের হাট বাজার পর্যন্ত। জনগণের দোরগোড়ায় যেতে শুরু করেছেন ঈদ শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান, মেয়র,  কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী এসব প্রার্থীরা। কেউ কেউ আবার নির্বাচনকে সামনে রেখে নিজের প্রচারণায় যুক্ত হতে নিজ নিজ অনুসারী কর্মীদের ঈদ উপহার দিয়ে ম্যানেজ করে রাখছেন। একই পদে দলের একাধিক প্রার্থী জনগণের কাছে দোয়া চাইতে শুরু করায় শহর, গ্রামের হাট বাজার গুলোতে এসব প্রার্থীদের নিয়ে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে ভোটারদের মাঝে। 

সূত্র জানায়, ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দেয়ায় উপকূলের এই জনপদের রাজনৈতিক মাঠ এখন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দখলে। শহর জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে অপসারণের পর বিএনপি'র কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের গণ সংবর্ধনার পোস্টার, ব্যানার, ফেস্টুন দীর্ঘদিন ধরে দেখা গেছে। এবার ঈদকে সামনে রেখে বিএনপি ও সহযোগী নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, পোস্টারে সয়লাব পুরো শহর। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রঙ, বে-রঙের পোস্টার ছেড়ে নিজের প্রার্থীতার পক্ষে জানান দিচ্ছেন।

শহর ঘুরে দেখা গেছে, এসব ব্যানার, ফেস্টুন, পোস্টারে টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপি'র সম্পাদক মো. জসিম প্যাদা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হারুন গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন গাজী, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক জিএস ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানের ছবি ও নাম রয়েছে। পৌরসভা বাদীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রিমন সিকদার, কাউন্সিলর পদে মিন্টু মোল্লা, কাজল মৃধা সহ একাধিক নেতাকর্মীদের পোস্টার দেখা গেছে। এছাড়া নেতা- কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার প্রিন্টিংয়ের কাজ বেড়েছে শহরের ডিজিটাল প্রেস গুলোতে।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক জিএস, যুবদল নেতা মো. মোস্তাফিজুর রহমান জানান, রাজনীতি করি জনগণকে সেবা দেয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। তাই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। এ লক্ষ্যে কর্মীদের চাহিদা অনুযায়ী জনগণের কাছে দোয়া চেয়ে আমি পোস্টার, ফেস্টুন ব্যানার করেছি। - গোফরান পলাশ