News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর ৩ ফল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-06-14, 5:47pm

bbd9f34cf73ebe8ce826d0139036a24b0a44abdea47e47f5-5bd43fbbe9a9725640e3a7f3ddfc03271749901626.jpg




ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর এমন অনেক ফল রয়েছে, তবে নিচে ৩টি উল্লেখযোগ্য ও নিরাপদ ফল সম্পর্কে দেখে নিন।

১. আপেল: আপেলে ফাইবার (বিশেষ করে পেকটিন) বেশি থাকে, যা রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়াতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই হজমে সহায়তা করে।

২. বেরি জাতীয় ফল: এই ফলগুলিতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং প্রাকৃতিক চিনি কম। ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে।

৩. পেয়ারা: এটি ফাইবার সমৃদ্ধ এবং প্রাকৃতিক চিনি কম। ভিটামিন সি-এ ভরপুর। পেয়ারা হজমে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

টিপস-

ফল খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

ফলের রসের বদলে আসল ফল খাওয়াই উত্তম, কারণ রসে ফাইবার কমে যায় এবং শর্করা দ্রুত রক্তে মিশে যায়।