News update
  • Sand and Dust Storms Wreak Havoc Across Borders     |     
  • Global public debt hits $102 tn, South facing highest burden     |     
  • Attacks on world order, global aid hits progress on poverty     |     
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     

কলাপাড়ায় ভিজিডির চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

খাদ্য 2025-06-17, 12:11am

vgf-rice-being-distributed-among-destitute-families-in-kalapara-on-monday-24-march-2025-321a95fd56de2dbe23fe3f00eab7c7cb1750097491.jpg

VGF rice being distributed among destitute families in Kalapara on Monday 24 March 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য বাবুল গাজী ও জসিম ফরাজী'র বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে উপকার ভোগীদের কাছ থেকে ২০০ থেকে শুরু করে ৫০০-১০০০ টাকা করে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।  

জানা যায়, দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডির চাল বিতরণে ৫০০—১০০০ টাকা করে আদায় করার বিষয়টি প্রকাশ্যে এলে ইউপি সদস্য বাবুল গাজী কিছু মানুষের টাকা ফেরত দিয়েছেন। তবে জসিম ফরাজীর দাবি তিনি চাল পরিবহনের গাড়ি ভাড়া বাবদ জনপ্রতি ২০০ টাকা করে নিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দরিদ্র নারী জানান, ভিজিডির চাল বিতরণে জসিম মেম্বার এক হাজার টাকা করে নিয়েছেন। 

ভুক্তভোগী রফিকুল ইসলাম ও ইসমাইল মোল্লা জানান, তার কাছ থেকে বাবুল মেম্বার এক হাজার টাকা নিয়েছেন। চাল দেওয়ার কথা পাঁচ মাসের। দেওয়া হয়েছে চার মাসের।

অভিযুক্ত উভয় মেম্বার জানান, আমাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। আমরা প্রথমে পরিবহনের জন্য কিছু টাকা তুলেছিলাম। পরে তা ফেরত দিয়েছি। স্থানীয় একটি প্রভাবশালী মহল কয়েক বস্তা চাল নিতে চেয়েছিলেন। না পাওয়ায় এমন অপপ্রচার করছেন তারা।

ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী জানান, ভিজিডির চাল দেওয়ার নামে টাকা নেওয়ার সুযোগ নাই। তবে দুই জন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের নোটিশ করা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, বিষয়টি তদন্ত স্বাপেক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, সরকারের ভিজিডির চাল বিতরণে অর্থ নেওয়ার বিষয় প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ