News update
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     

পুষ্টিকর আমড়ার ৫ সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-09-04, 6:24am

7b30af48cfca27615427e1525b759e9da061379deb9f27fe-9e267e31e8f5183dff27f06cad166d641756945449.jpg




পুষ্টিকর আমড়া সুস্বাদু ও ভিটামিন-সি সমৃদ্ধ ফল হলেও সবার জন্য সমান উপকারী নয়। কিছু ক্ষেত্রে এটি খাওয়ার সময় সতর্ক থাকা জরুরী।

দেখে নিন আমড়ার ৫ সতর্কতা-

১. অতিরিক্ত টকভাব – আমড়া খুব টক হওয়ায় বেশি খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, দাঁত সংবেদনশীল হয়ে যেতে পারে।

২. পেটের সমস্যা – খালি পেটে বেশি আমড়া খেলে অম্লতা, গ্যাস্ট্রিক বা পেটব্যথা হতে পারে।

৩. ডায়াবেটিস রোগী – আমড়া মিষ্টি হলে প্রাকৃতিক শর্করা রক্তে শর্করা বাড়াতে পারে, তাই নিয়ন্ত্রণে খাওয়া উচিত।

৪. গর্ভবতী ও ছোট শিশু – অতিরিক্ত টক খাবার তাদের পেটে অস্বস্তি বা ডায়রিয়া ঘটাতে পারে।

৫. কিডনি ও গলস্টোন রোগী – আমড়ায় থাকা অক্সালেট অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

তাই পরিমাণমতো খেলে আমড়া উপকারী, তবে বিশেষ রোগ থাকলে ডাক্তারের পরামর্শে খাওয়া ভালো।