News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-11-12, 4:52pm

e96e35a8425466e9cc56ef15ac95cbd938905e16fd83d6e1-d8adef8583f6322d8269df87e547f96f1762944729.jpg




সংযুক্ত আরব আমিরাত থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৫৮ কোটি টাকা।

বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ক্রেডেন্টোন এফজেডসিও দ্য প্যালাডিয়াম থেকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৪.২১০ টাকা পয়সা।

সভায় সয়াবিন তেল ছাড়াও চাল, চিনি ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।