News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

কে হবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2022-07-20, 12:41pm




বুধবারই নির্বাচিত হতে পারেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট। পার্লামেন্ট ভোট দিয়ে নির্বাচিত করবে প্রেসিডেন্টকে।

গত প্রায় ছয়মাস ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের সরকারের বিরুদ্ধে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন দেশের জনগণ। তারই জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন পদত্যাগী প্রেসিডেন্ট গুটাবায়া রাজাপাকসে। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন গুটাবায়ার ভাই তথা দেশের প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছিল জনসাধারণ। তারপরেই নতুন নির্বাচনের সিদ্ধান্ত হয়। বুধবারই তার ফলাফল জানা যাবে।

নির্বাচনের আগে টুইট করে বিরোধী দলনেতা ভারতের কাছে বিশেষ সাহায্য চেয়েছেন। টুইটে তিনি লিখেছেন, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, ভারতের সমস্ত রাজনৈতিক দল যেন তাকে সমর্থন করে এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়।

প্রেসিডেন্ট নির্বাচনে মূলত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইয়ে আছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, জনগণের একটি বড় অংশ মনে করে, সাবেক সরকারের ঘনিষ্ঠ বিক্রমাসিংহে।

বিক্রমাসিংহের সঙ্গে টক্কর দিচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী আলাহাপ্পেরুমা। জনগণ এবং বিরোধীদের একটি বড় অংশ তার সঙ্গে আছে। গত সপ্তাহে তিনি সকলকে নিয়ে সরকার তৈরির আবেদন জানিয়েছিলেন।

প্রেমাদাসা দৌড়ে তৃতীয় ব্যক্তি ছিলেন। কিন্তু বুধবার তিনি আলাহাপ্পেরুমার প্রতি তার সমর্থন জানিয়েছেন। এনিয়ে টুইটও করেছেন তিনি। বলেছেন, সাবেক শিক্ষা এবং গণমাধ্যমের মন্ত্রীকে তিনি সমর্থন করছেন।

ভারতের দক্ষিণের এই দ্বীপরাষ্ট্রে প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। গত কয়েকমাস ধরে সেখানে তেল নেই, তীব্র খাদ্য সংকট। ব্যাংক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন। বুধবার নতুন প্রেসিডেন্ট ঘোষণা হলে শ্রীলঙ্কা ফের ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য সূত্র ডয়চে ভেলে বাংলা।